সীতাকুণ্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে (২০২১-২০২২) অর্থবছরে বাস্তবায়নাধীন পঞ্চাশ লক্ষ টাকা ব্যায়ে ১০টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন সীতাকুণ্ড থেকে নির্বাচিত জেলাপরিষদ সদস্য আ ম ম দিলসাদ।
উল্লেখযোগ্য প্রকল্প গুলো হলো, বারৈয়াঢালার সাহেবদিনগর সড়ক উন্নয়ন, জানমোহাম্মদ ভূঁইয়া সড়ক উন্নয়ন, সৈয়দপুরের সোনামিয়া সড়ক উন্নয়ন, চাঁদের বাড়ী সড়ক উন্নয়ন, মুরাদপুরের ভাটেরখীল স্কুল সংযোগ সড়ক,কুমিরার নিউরাজাপুর সড়ক উন্নয়ন, উত্তর মছজিদ্দা মধ্যেরপাড়া ড্রেন নির্মান, সোনাইছড়ির ডা.কখেন্দ্র নাথ বাড়ীর সড়ক উন্নয়ন, বারআউলিয়ার চিকনেরপাড়া সড়ক উন্নয়ন, আম্বিয়ার মসজিদ পুকুর গাইড ওয়াল নির্মান, শহীদ নুরুল ইসলাম লেদন সড়ক নির্মান, ভাটিয়ারীর জাহানাবাদ স্কুল সংযোগ সড়ক নির্মান ইত্যাদি।
সোমবার সকালে পরিদর্শনকালে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়ঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, মুরাদপুর ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল করিম, সোনাইছড়ির চেয়ারম্যান মনির আহামদ প্রমুখ।
পরিদর্শনকালে চট্টগ্রাম জেলাপরিষদ সদস্য আ ম ম দিলসাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৩১ সালের মধ্যেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য “গ্রাম হবে শহর” শ্লোগানের স্বার্থক রুপায়নে চট্টগ্রাম জেলাপরিষদ কাজ করছে।
আপনার মতামত লিখুন