চট্টগ্রামে ১৬ কোটি টাকার ১ কেজি কোকেনসহ আটক মাদক ব্যবসায়ি

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে র্যাবের অভিযানে ধরা পড়েছে মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ি। তার কাছ থেকে এক কেজি কোকেইন উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১৬ কোটি টাকা।
সোমবার দুপুর আড়াইটার সময় চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুল এলাকার পিসি রোডস্থ মেসার্স মজুমদার এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে কোকেনসহ তাকে আটক করে র্যাব।
আটক আনোয়ার ফেনী জেলার ছাগলনাইয়া সওদাগর বাড়ির মো. কামাল হোসেনের ছেলে। বর্তমানে নগরীর আকবর শাহ থানা বিশ্বকলোনীর নুরুল বিল্ডিংয়ে ভাড়া বাসায় বসবাস করে এ কোকেন ব্যবসা পরিচালনা করে আসছে।
র্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রির উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাবের অভিযানিক টিম। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আনোয়ারকে আটক হয়।
পরে তার দেহ তল্লাশী করে তার হাতে থাকা খবরের কাগজে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় ১ কেজি সাদা পাউডার জাতীয় মাদক কোকেইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য কোকেনসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসার কথা স্বীকার করে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত কোকেনসহ আনোয়ারকে নগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র্যাবের এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন