ফটিকছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি :জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’- এ প্রতিপাদ্য সামনে রেখে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ার্ড’ ১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজাসহ উপজেলা প্রসাশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার একরাম হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, যুবলীগ নেতা মীর মোরশেদুল আলম, এস.এম মাসুদ পারভেজ প্রমূখ।
পুরস্কার বিতরণের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের বিজ্ঞান মেলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরর্দশী চিন্তার ফসল এ বিজ্ঞান মেলা।
আপনার মতামত লিখুন