প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভাটিয়ারীতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুনের নির্দেশে মঙ্গলবার বিকালে বিজয় স্মরণী কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বর এসে শেষ হয়ে।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এম আশরাফ উদ্দীনের সভাপতিত্বে ও মোঃ শামীম রবিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনি, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলম, উপজেলা ছাএলীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাদের যুবরাজ, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আলম তুহিন, ইউনিয়ন ছাএলীগের সহ-সভাপতি আরাফাত রহমান রুবেল, সংগঠনিক সম্পাদক-শহীদুল্লাহ্ সোহেল, জিয়াউদ্দিন বাবলু, আইন সম্পাদক আবু নাঈম, ত্রুীড়া সম্পাদক মোঃএমরান, সহ সম্পাদক মোঃ মুসলিম উদ্দীন, মোঃ আসলাম, সাব্বির, দেলোয়ার হোসেন সোহেল, মোঃ শেখ ইমন, বাপ্পিসহ বক্তব্য রাখেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ভাটিয়ারীতে বর্তমানে ছাত্রলীগের যে কমিটি রয়েছে সেখানে জামায়াত, বিএনপি ঢুকে গিয়ে বিশৃঙ্খলা করছে। আলহাজ্ব এস এম আল মামুনের অনুসারীদের বাদ দিয়ে এখানে ছাত্রলীগের কোন কমিটি হতে পারে না।
আপনার মতামত লিখুন