খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১০:৪০ অপরাহ্ণ
বোয়ালখালীতে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, পৌর কাউন্সিলর জোবাইদা বেগম, টিসিবি ডিলার ওবাইদুল হক ও উপজেলা পরিষদের সিএ মো. শওকত আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বোয়ালখালীতে ১১ হাজার ৪ শত ৭৮ পরিবার এ সুবিধা পাবেন।

ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম চলবে ৮ জুলাই পর্যন্ত।

Feb2