সীতাকুণ্ড প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী’র সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নয়, বঙ্গবন্ধু মানে একটি দেশের মানচিত্র, একটি দেশের পরিচয়। তিনি বাংলাদেশের গণমানুষের নেতা। আমরা গর্বিত জাতি কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তি বাঙ্গালী জাতির পিতা। তার জীবনী সম্পর্কে শিশু, কিশোর ও যুবকরা যত বেশি জানবে তত জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের সবার উচিৎ বঙ্গবন্ধু সম্পর্কে বেশি বেশি জানা।জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যেগে আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা।
সোমবার (১৫ আগষ্ট) বিকাল তিনটায় ক্লাবের অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক, দপ্তর সম্পাদক আবুল খায়ের, সদস্য নির্দেশ বড়ুয়া, জাহেদুল আনোয়ার চৌধুরী, সবুজ শর্মা সাকিল, এস এম ইকবাল, সাইফুল ইসলাম রুবেলসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন