প্রতারক জ্যোতিষীর আতঙ্কে সীতাকুণ্ডে অতিষ্ঠ ৯২ পরিবার,সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে গৌরাঙ্গ আচার্য রাঠুর নামের এক জ্যোতিষী প্রতারক ও দুষ্কৃতিকারীর অত্যাচার থেকে পরিত্রান পেতে সংবাদ সম্মেলন করেন উপজেলার ৮নং বহরপুর,বারৈয়ারঢালা ইউনিয়ন এর ভুক্তভোগী এলাকাবাসী।
বুধবার (১১ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকার সর্দার মাখন শীল।
লিখিত বক্তব্যে মাখম শীল বলেন, অশিক্ষিত গৌরাঙ্গ আচার্য (প্রকাশ) রাঠু মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে বলে সহজ সরল মানুষকে গুপ্তধন পাওয়ার আশায় আংটিসহ নানারকম প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তার বিরুদ্ধে অভিযোগ দিলে এলাকার মানুষ এ ব্যাপারে প্রতিবাদ করতে গেলে তাদের উপর নানা রকম অকথ্য ভাষায় গালিগালাজ করে মামলার ভয় দেখায় সে। বহরপুর কালি মন্দিরে সর্বজনীন পূজাকালীন সময়ে প্রশাসনের নাম দিয়ে বিভিন্ন অজুহাতে পূজা বন্ধ করে দিয়ে আসছে। গ্রামের মানুষ তার বিরুদ্ধে কিছু বললে মামলা জড়ায়ে দিবে বলে হুমকি প্রদান করে।

তার বিরুদ্ধে টিএনও ও পুলিশ সুপার, সীতাকুণ্ড থানায় একাধিক মামলা ও জিডি এবং কোটে সিআর মামলা রহিয়াছে। এছাড়া প্রতিনিয়ত পরিবারের ভাই ও বৌদি দের সাথে মারামারি-হাতাহাতি লেগে থাকে তার যেকোনো কথায় পরিবারের পুরুষ মহিলাদের উপর ঝাপিয়ে পড়ে সে।
এছাড়া যেকোনো সময় পুলিশি হয়রানির প্রদান করছে এবং সে ফোন করা মাত্রই পুলিশ গিয়ে নিরীহ মানুষদের হয়রানি করে আসছে। তার যন্ত্রণায় অতিষ্ঠ সনাতনধর্মী এলাকার ৯২ টি পরিবার।
দীর্ঘ ১২ বছর যাবৎ জগদ্ধাত্রী পূজা পড়াকালীন সে পূজা অর্চনা করতে নানা রকম বাধা বিঘ্ন সৃষ্টি করে আসছে বলে জানায় এলাকাবাসী। তাই পুলিশ প্রশাসনের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা পুলিশ প্রশাসনের নিকট বিশেষ অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজের সর্দার মাখন লাল শীল, রাঠুর ভাই নিতাই আচার্য্য, লক্ষিরানী ভট্টাচার্য্য, রত্নাশীল ভাচার্য্য, অঞ্জলিরাণী আচার্য্য, শম্ভু শর্মা।
আপনার মতামত লিখুন