খুঁজুন
মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটেও জয় পেল নারী দল

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩২ পূর্বাহ্ণ
ক্রিকেটেও জয় পেল নারী দল

বিশ্বকাপ বাছাইপর্বের টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। স্কটল্যান্ডকে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ যেন বাঙালী নারীদের জয়জয়কার। খেলাটা ক্রিকেট হোক কিংবা ফুটবল, রাতটা যেন সুখময় নির্মল। একদল যখন নেপালে মেতে উঠেছে শিরোপা উচ্ছ্বাসে, আরেকদল তখন বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। এমনি সুখের একরাত বাঁধিয়ে তো রাখাই যায় মনের গহীনে, অনুভবের কালিতে।

যাহোক, শেখ আবু জায়েস ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড অধিনায়ক ক্যাথরিন ব্রেস। তবে হাজার মাইল দুরত্বে ফুটবলার বোনরা যখন শিরোপা আনন্দে মত্ত, তখন তো টগবগিয়ে উঠবেই রক্ত। সেই রক্তে কতটা আগুন মিশে আছে, তা স্কটল্যান্ড হাড়ে হাড়ে টের পেয়েছে। ওদের ব্যাটিং লাইন আপ পুড়ে ভস্ম হয়ে গেছে।

সানজিদা খাতুনের আক্রমণের শুরু, মাঝের গল্পে সোহেলী আক্তার যেন একক চরিত্র। তার স্পিনে দিশেহারা স্কটল্যান্ড একটা বারের জন্যও দাঁড়াতে পারেনি উঠে। স্কটিশ অধিনায়ককে দিয়ে শুরু করেছেন। সারাহ, প্রিয়ানাজ ও এলেন ধরা পড়েছে তার ফাঁদে। স্পেল শেষে মাত্র ৭ রানে ৪ উইকেট সোহেলীর দখলে। অথচ এর আগে কখনো কোনো উইকেটই ছিল না তার ঝুলিতে। সঙ্গ দিয়ে নাহিদা শিকার করেছেন ১২ রানে ২ উইকেট। সর্বোচ্চ ২২ রান করেন প্রিয়ানাজ চ্যাটার্জি। বাকী ১০ জনের ৮ জনই ব্যর্থ দুই অংকের ঘরে পৌঁছাতে। ফলে মাত্র ৭৭ রানেই ঘুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস।

৭৮ রানের ছোট লক্ষ্যের জবাবে ব্যাটিংয়ে নেমে শামিমা সুলতানা দ্রুত ফিরলেও অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে জয়ের পথ সুগম হয়ে যায় বাংলাদেশের। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান নিগার সুলতানা এই ম্যাচে দলকে প্রায় জয়ের দোর গোড়ায় পৌঁছে দিয়ে আউট হন ৪৩ বলে ব্যক্তিগত ৩৪ রানে। মাঝে ১৫ রান করে মুরশিদা আর ১১ রান করে রুমানা আউট হলেও সুবহানা মুস্তারির ব্যাটে জয়ের বন্দরে পা রাখে বাঘিনীরা। সুবাহনা অপরাজিত থাকেন ৭ রানে। বাংলাদেশ জিতে যায় ৬ উইকেটে। স্কটল্যান্ডের হয়ে দুটো উইকেট পান স্ল্যাটার।

আগামী ২১ সেপ্টেম্বর একই মাঠে বিকাল পাঁচটায় আরব আমিরাত নারী দলের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে নিগার সুলতানারা।

২৪ঘণ্টা/এনআর

Feb2

আবুধাবিতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদের ইফতার মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
আবুধাবিতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদের ইফতার মাহফিল

আমিরাত প্রতিনিধি: আবুধাবির মোছাফ্ফাতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আবুধাবি ও মোছাফ্ফা শাখার যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) মোছাফ্ফার সোনারগাঁ রেস্টুরেন্ট হলরুমে, মোসাফফা ঐক্য পরিষদের আহ্বায়ক আজিমউদ্দিন শাহ বাচ্চু সভাপতিত্বে আবুধাবি ঐক্য পরিষদের সদস্য সচিব সাইফ তারেক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজন ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এনাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান ঐক্য পরিষদের আহ্বায়ক তসলিম উদ্দিন চৌধুরী, আবুধাবি ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল হাসেম মুরাদ, আবুধাবির সিনিয়র যুগ্ন আহবায়ক সফিউল আজম, আল আইন ঐক্য পরিষদের সদস্য সচিব শাহজান, দুবাই পরিষদের সদস্য সচিব রবিউল হোসেন চৌধুরী, শারজাহ ঐক্য পরিষদের সদস্য সচিব এরশাদ চৌধুরী, মোসাফফা পরিষদের যুগ্ম আহবায়ক বখতিয়ার, ঐক্য পরিষদের অন্যতম নেতা খোরশেদ তালুকদার, আবুধাবি বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী আজগর হোসেন, শাহিন উদ্দিন মেম্বার, সন্দীপ ফোরামের আহ্বায়ক নিজামুদ্দিন, মোমেন প্রমুখ।

ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে বিএনপি ঘরণার আব্দুল হালিম, জহির উদ্দিন বাবর, বখতিয়ার চৌধুরী, জাবেদ ইমন রানা, জামশেদ, নাজিম, আশরাফ, আজগর, রাসেদ, জমির, হাসান মুরাদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরবর্তী আবুধাবি ঐক্য পরিষদের সদস্য সচিব ও সংযুক্ত আরব-আমিরাত জাতীয়তাবাদী যুবদল নেতা সাইফ তারেকের স্বদেশ গমণ উপলক্ষে সবাই ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এসেছেন তিনি। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা জানিয়েছেন।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন।

কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।