ক্রিকেটেও জয় পেল নারী দল

বিশ্বকাপ বাছাইপর্বের টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। স্কটল্যান্ডকে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ যেন বাঙালী নারীদের জয়জয়কার। খেলাটা ক্রিকেট হোক কিংবা ফুটবল, রাতটা যেন সুখময় নির্মল। একদল যখন নেপালে মেতে উঠেছে শিরোপা উচ্ছ্বাসে, আরেকদল তখন বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। এমনি সুখের একরাত বাঁধিয়ে তো রাখাই যায় মনের গহীনে, অনুভবের কালিতে।
যাহোক, শেখ আবু জায়েস ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড অধিনায়ক ক্যাথরিন ব্রেস। তবে হাজার মাইল দুরত্বে ফুটবলার বোনরা যখন শিরোপা আনন্দে মত্ত, তখন তো টগবগিয়ে উঠবেই রক্ত। সেই রক্তে কতটা আগুন মিশে আছে, তা স্কটল্যান্ড হাড়ে হাড়ে টের পেয়েছে। ওদের ব্যাটিং লাইন আপ পুড়ে ভস্ম হয়ে গেছে।
সানজিদা খাতুনের আক্রমণের শুরু, মাঝের গল্পে সোহেলী আক্তার যেন একক চরিত্র। তার স্পিনে দিশেহারা স্কটল্যান্ড একটা বারের জন্যও দাঁড়াতে পারেনি উঠে। স্কটিশ অধিনায়ককে দিয়ে শুরু করেছেন। সারাহ, প্রিয়ানাজ ও এলেন ধরা পড়েছে তার ফাঁদে। স্পেল শেষে মাত্র ৭ রানে ৪ উইকেট সোহেলীর দখলে। অথচ এর আগে কখনো কোনো উইকেটই ছিল না তার ঝুলিতে। সঙ্গ দিয়ে নাহিদা শিকার করেছেন ১২ রানে ২ উইকেট। সর্বোচ্চ ২২ রান করেন প্রিয়ানাজ চ্যাটার্জি। বাকী ১০ জনের ৮ জনই ব্যর্থ দুই অংকের ঘরে পৌঁছাতে। ফলে মাত্র ৭৭ রানেই ঘুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস।
৭৮ রানের ছোট লক্ষ্যের জবাবে ব্যাটিংয়ে নেমে শামিমা সুলতানা দ্রুত ফিরলেও অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে জয়ের পথ সুগম হয়ে যায় বাংলাদেশের। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান নিগার সুলতানা এই ম্যাচে দলকে প্রায় জয়ের দোর গোড়ায় পৌঁছে দিয়ে আউট হন ৪৩ বলে ব্যক্তিগত ৩৪ রানে। মাঝে ১৫ রান করে মুরশিদা আর ১১ রান করে রুমানা আউট হলেও সুবহানা মুস্তারির ব্যাটে জয়ের বন্দরে পা রাখে বাঘিনীরা। সুবাহনা অপরাজিত থাকেন ৭ রানে। বাংলাদেশ জিতে যায় ৬ উইকেটে। স্কটল্যান্ডের হয়ে দুটো উইকেট পান স্ল্যাটার।
আগামী ২১ সেপ্টেম্বর একই মাঠে বিকাল পাঁচটায় আরব আমিরাত নারী দলের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে নিগার সুলতানারা।
২৪ঘণ্টা/এনআর
আপনার মতামত লিখুন