ডাউকি সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভ, সহিংসতা এবং কারফিউ জারির পর তামাবিল-ডাউকি সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। বিশেষ করে তামাবিল-ডাউকি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশিদের যাতায়াত ও পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে ভারতের ইমিগ্রেশন।
তামাবিল স্থল বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, ডাউকি সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ভারতে ঢুকতে দিচ্ছেন না সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা। ফলে ভারতে বেড়াতে কিংবা ব্যবসার কাজে বাংলাদেশিদের যাওয়া বন্ধ রয়েছে। তাছাড়া শুক্রবার (১৩ ডিসেম্বর) কোনো পণ্য রফতানি হয়নি। তবে আমদানি অব্যাহত আছে।
ডাউকি কাস্টমস কর্মকর্তা ডেকলিন রেনজা বলেন, কারফিউর কারণে শিলংয়ে হোটেল-দোকানপাট সব বন্ধ আছে। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই তাদের যেতে দেওয়া হচ্ছে না। অবশ্য পরিস্থিতি শান্ত হলে পর্যটকরা যেতে পারবেন।
সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভ সহিংসতা, বিক্ষোভ এবং কারফিউ জারির পর এবার সিলেটের তামাবিল-মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন বিভাগ। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসাম, ত্রিপুরা, মেঘালয়ে বিক্ষোভ-সহিংসতা জেরে কারফিউ জারি করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণে যেতে চাইলে তাদের ফেরত পাঠানো হয়। আবার ভারত থেকেও কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না দেশটির ইমিগ্রেশন বিভাগ।
তবে, এ বিষয়ে ভারতের ইমিগ্রেশন বিভাগ থেকে বাংলাদেশ ইমিগ্রেশন বিভাগকে অবহিত করা হয়নি।
আপনার মতামত লিখুন