সাতকানিয়ায় মাদক কারবারি সহ আটক ২

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৯’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন ও ২টি জিআর পরোয়ানা মূলে ১ জন সহ ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রথম প্রহরে উপজেলার সদর ইউনিয়ন ও বাজালিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম মো. আবছার উদ্দিন (২২)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যং ইউপির ৫ নং ওয়ার্ড নয়া পাড়া এলাকার নবী সুলতানের ছেলে।
সাতকানিয়া থানার এসআই মো. জাহাঙ্গীর দর্জি সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে পরোয়ানা মূলে গ্রেফতারকৃত আসামীর নাম মো. নুরুল ইসলাম (৩৫)। সে উপজেলার বাজালিয়া ইউনিয়নের মনেয়াবাদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। সাতকানিয়া থানার এএসআই মো. নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
২৪ঘণ্টা/জেআর
আপনার মতামত লিখুন