অত্যাচার অবিচার দূর্নীতির বিরুদ্ধে মাথা তুলে দাড়ানোর শিক্ষাই দিয়েছেন মহিউদ্দিন চৌধুরী-সুজন

২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব,চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, শিক্ষা স্বাস্থ্য পরিচ্ছন্নতা এ তিনটা জিনিসের জন্য চট্টগ্রাম বাসী মহিউদ্দিন চৌধুরীকে কোনদিনও ভুলবে না।
মহিউদ্দিন ভাই আমাদের শিখিয়ে গেছেন, চুরি বাটপারের বিরুদ্ধে মাথা নত না করে মাথা উচু করে রুখে দাড়ানোর জন্য। অত্যাচার অবিচার দূর্নীতির বিরুদ্ধে কিভাবে মাথা তুলে দাড়াতে হয় সেই শিক্ষাই দিয়ে গিয়েছেন মহিউদ্দিন চৌধুরী।
আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ ১৫ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় কাজীর দেউড়ী ইন্টারন্যাশনাল কনভেনশনাল সেন্টারে প্রয়াত নেতার স্মরণ সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠজন সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য সুজন আরো বলেন, মহিউদ্দিন চৌধুরীর জনগণের রাজপথ থেকে উঠে এসেছেন। তিনি সোনার চামচ মুখে নিয়ে রাজনীতির সিংহাসনে বসেন নাই।
সুজন বলেন, মহিউদ্দিন চৌধুরীর প্রতিটি মুহুত্ব ছিলো মৃত্যু ঝুঁকি,প্রতিটি মুহুত্ব ছিলো তার কাছে এক একটা চ্যালেঞ্জ। সে মৃত্যুর ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করার নীতি আর আদর্শের রাজনীতি করেছেন মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরী মেয়র হওয়ার পর তার আরো একটি রুপ আমরা দেখেছি। একটি অচল পিছিয়ে পড়া শহরকে তিনি নিজ বাজেট দিয়ে করপোরেশনের অর্থ উপার্জন দিয়ে আলোকউজ্জল শহরে পরিণত করেছেন।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবিএম মহিউদ্দীন চৌধুরীর সন্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মঞ্চে উপস্তিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট সুনীল সরকার, সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, অ্যডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
এছাড়াও চট্টগ্রাম নগর,উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন