ফিরে দেখা বড় বাড়ি বইয়ের মোড়ক উম্মোচন

গ্রামীণ ঐতিহ্য সংষ্কৃতি ও স্মৃতিচারণ নিয়ে সাংবাদিক শতদল বড়ুয়ার “লেখা ফিরে দেখা বড় বাড়ি” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফটিকছড়িস্থ ধর্মপুর কোঠেরপাড় গ্রামে প্রতিতযশা প্রকৌশলী অধ্যাপক মৃনাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন জাফত নগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উদ্দিন জিয়া। প্রধান আলোচন ছিলেন সাংবাদিক ও বৌদ্ধধর্মীয় সংগঠক অধীর বড়ুয়া। বিশেষ অথিতি ছিলেন মাস্টার সাধন চন্দ্র বড়ুয়া, সাংবাদিক এস এম আক্কাছ উদ্দিন, সাংবাদিক সোলাইমান আকাশ, বৌদ্ধ ধর্মীয় সংগঠক পল্টু কান্তি বড়ুয়া, প্রকৌশলী সাবু বড়ুয়া, ইউপি সদস্য মুজিবুর রহমান, সম্প্রযুগ পাঠাগারের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ শিমুল প্রমুখ।
এতে বক্তারা বলেন, বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ও সংষ্কৃতি। এসব স্মৃতিচারণ নিয়ে গ্রামের একান্নবতী পরিবারের নানান কথামালা স্থান পেয়েছে গ্রন্থটিতে। ইতিহাস ঐতিহ্য রক্ষায় সাংবাদিক শতদল বড়ুয়ার লেখা “ফিরে দেখা বড় বাড়ি” বইটি অসাধারণ গুরুত্ব বহন করে।
২৪ঘণ্টা/এসএ
আপনার মতামত লিখুন