মিরসরাইয়ে গরু চোরকে লেপটপ চুরি মামলায় চালান

মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ে গরু নিয়ে পালানোর সময় এক গরু চোরকে হাতে নাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানিয় জনতা। ওই গরু চোরকে লেপটপ চুরির মামলায় আসামী দেখিয়ে চালান করেছে মিরসরাই থানা পুলিশ। চালানকৃত আসামীর নাম আব্দুল হান্নান মাসুম (২২) । সে মিরসরাই দক্ষিণ অলিনগর আব্দুল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে মিরসরাই থানা পুলিশ ধৃত আসামীকে চট্টগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় মিরসরাইয়ের ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ এলাকায় জনৈক দিদারের একটি গরু নিয়ে পালানোর সময় আব্দুল হান্নানকে হাতে নাতে আটক করে স্থানিয় জনতা। এসময় তাকে উত্তম মাধ্যম দিয়ে নিজামপুর পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয়। তবে গরুর মালিক থানায় কোন অভিযোগ দিতে নারাজি হলে মিরসরাই থানা পুলিশ গরু চোর আব্দুল হান্নান কে ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের লেপটপ চুরির আসামী দেখিয়ে আদালতে প্রেরণ করে।
নিজামপুর ফাঁড়ির এসআই মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গরুচোর আব্দুল হান্নানকে আটক করে মিরসরাই থানায় সোপর্দ করেন।
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গরুর মালিক তার গরু ফিরে পেয়ে থানায় মামলা করতে অপারগতা প্রকাশ করলে ধৃত আসামীকে অন্যএকটি মামলায় দেখিয়ে চালান করা হয়েছে।
আপনার মতামত লিখুন