খুঁজুন
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

একটি ভাল নির্বাচনের খবর জাতিকে আশান্বিত করে: বিভাগীয় কমিশনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১:৫১ অপরাহ্ণ
একটি ভাল নির্বাচনের খবর জাতিকে আশান্বিত করে: বিভাগীয় কমিশনার

ফটিকছড়ি প্রতিনিধি:চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন, একটি ভাল নির্বাচনের খবর জাতিকে আশান্বিত করে। ফটিকছড়ি নিশ্চই ভাল জায়গা। তাই সেখানে একটি ভাল পৌরসভা নির্বাচন অনুষ্টিত হয়েছে। একটি উপজেলায় ২৪/২৫টি বিভাগের লোকজন কাজ করে। ভাল জনপ্রতিনিধি হলে সবাই মিলে ভাল কিছু অবশ্যই উপহার দিতে পারে।

তিনি গত বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ফটিকছড়ি পৌরসভার মেয়র কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ অনুষ্টানে বক্তব্য প্রদান কালে এ মন্তব্য করেন।

এতে ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন সহ ১ নম্বর ওয়ার্ডে সাংবাদিক রফিকুল আলম, ২ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন আল রাকিব, ৩ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডে জহির উদ্দিন বাবর, ৬ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে মৌলানা এহসানুল করিম, ৮ নম্বর ওয়ার্ডে গোলাপ মওলা গোলাপ এবং ৯ নম্বর ওয়ার্ডে আবুল হাশেম কাউন্সিলর হিসেবে এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ নম্বর ওযার্ডে সেলিনা বেগম, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে ফিরোজা বেগম এবং ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে রোকেয়া বেগম শপথ নেন।

এতে আরো উপস্তিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা।

শপথ পাঠ শেষে মেয়র আলহাজ্ব মো. ইছমাইল হোসেন বলেন, ফটিকছড়ি পৌরসভার কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অব্যাহত রাখতে তৃতীয় বারের মতো শপথ নিয়েছি। এটি আমার প্রতি ফটিকছড়ি পৌরবাসীর ভালবাসা ও আস্তার ফসল।

পৌরসভার রাস্তা-ঘাট,ব্রিজ,কালভার্ট, শিক্ষা কমপ্লেক্স, মসজিদ, মন্দির, বিদ্যুতায়ন, সামাজিক প্রশাসনিক ব্যবস্থা, সর্বোপরি অবকাঠামোগত উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে। অচিরেই ফটিকছড়ি পৌরসভা কে “এ গ্রেড” মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারবো।

Feb2