২৪ ডিসেম্বর
আ.লীগের জাতীয় সম্মেলনে চট্টগ্রাম থেকে যোগ দেবেন কাউন্সিলর ও ডেলিগেটরা

আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ১ হাজার ১’শ ১ জন কাউন্সিলর ও ডেলিগেট। তাছাড়াও ঢাকার সম্মেলনের প্রথম অধিবেশনে যোগ দেবেন ট্রেন, বাস ও প্রাইভেট গাড়িযোগে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ।
বর্তমান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও সভাপতি হচ্ছেন তা অনেকটা নিশ্চিত। সাধারণ সম্পাদক পদে আসতে পারে নতুন মুখ। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে কারা আসছেন তা নিয়েও নেতাকর্মীদের মধ্যে আগ্রহ আছে।
দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মীরা যাতে ঢাকায় যেতে পারে সেজন্য মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় নির্ভরযোগ্য সূত্র আরো জানান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ১’শ ২৯ জন কাউন্সিলর ও ২‘শ ৫৮ জন ডেলিগেট, দক্ষিণ জেলা থেকে ১’শ ১৯ জন কাউন্সিলর ও ২‘শ ৩৮ জন ডেলিগেট, উত্তর জেলা থেকে ১’শ ১৯ জন কাউন্সিলর ও ২‘শ ৩৮ জন ডেলিগেট সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও দক্ষিণ জেলা থেকে ২ হাজার, উত্তর জেলা থেকে ১ হাজার ও মহানগর থেকে ২ হাজার নেতাকর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম বলেন, ১’শ ১৯ জন কাউন্সিলর ও ২‘শ ৩৮ জন ডেলিগেট নিয়ে ঢাকায় যাবো। নির্ধারিত সংখ্যার বাইরেও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, ট্রেন ও প্রাইভেট গাড়ি নিয়ে ঢাকায় যাবেন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ আছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ঘিরে নেতাকর্মীরা উজ্জীবীত। এবারের কাউন্সিলে যোগ দিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগ থেকে ১‘শ ১৯ জন কাউন্সিলর ও ২‘শ ৩৮ জন ডেলিগেট ঢাকায় যাবেন। এছাড়াও দুই হাজার নেতাকর্মীর বিভিন্নভাবে ঢাকায় যাবেন।
মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, ১‘শ ২৯ জন কাউন্সিলর ও ২‘শ ৫৮ জন ডেলিগেট ঢাকায় যাবেন। এজন্য আমরা ট্রেনের টিকিট সংগ্রহের চেষ্টা করছি। এর বাইরে ২ হাজারের ওপরে নেতাকর্মী সম্মেলনে যোগ দেবেন।
২৪ঘণ্টা/জেআর
আপনার মতামত লিখুন