ভোট যুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে : সুফিয়ান

মা, মাটি ও মানুষের স্বার্থে ভোট যুদ্ধে যুব
সমাজকে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার আহবান
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তরান্বিত করার জন্য আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, বায়োজিদ ও পাঁচলাইশ আংশিক) সংসদীয় আসনের ভোট যুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।
তিনি আরো বলেন, দেশ আজ হায়েনারদের কবলে বন্দি। গণতন্ত্র আজ নির্বাসনে। চারিদিকে লুটপাটের মহোৎসব চলছে। মা, মাটি ও মানুষের স্বার্থে হারানো ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে দল আমাকে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
আজ ২২ ডিসেম্বর রবিবার দুপুরে চান্দগাঁও আবাসিকস্থ আবু সুফিয়ানের বাসভবনে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, যুব সমাজই ভোটের রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করে। আজ আমাদের ঐক্যবদ্ধ হয়ে উপনির্বাচনের ভোটযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। ঐক্যবদ্ধ নগর যুবদলের প্রতিটি কর্মীকেই এক এক জন্য আবু সুফিয়ান হয়ে দল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিজয় নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, তৃণমূল থেকে উঠে আসা সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ানকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেশনায়ক তারেক রহমান মনোনীত করেছেন। চট্টলার সাবেক ছাত্রদলের নেতারাই আজ যুবদলের নেতৃত্বে। আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী আদর্শের স্বার্থে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে নগর যুবদল বদ্ধপরিকর।
পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকীর সভাপতিত্বে ও চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গুলজার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধে বক্তব্য রাখেন নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী নাসিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসাইন, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, ইকবাল পারভেজ, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, যুগ্ম সম্পাদক রাজন খান, ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মো. সাগীর, আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, আরিফুল ইসলাম, নুরুল আমিন, সহ-সম্পাদক মাহবুবুর রহমান, মো. জহিরুল ইসলাম জহির, হাফেজ কামাল উদ্দিন, এস এম ফারুক, আবু বক্কর সিদ্দিকী আবু, মো. ইদ্রিস, আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য আবদুর রহমান আলমগীর, জাহেরী মাসুদ, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোর্শেদ কামাল, আরিফুল ইসলাম, মো. রিদুয়ান, ইউসুফ আলী লিটন, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মে. আইয়ুব, শাহিদুল ইসলাম মাসুম, হুমায়ুন আহমেদ, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, জানে আলম, নেজাম উদ্দিন, ওসমান গণি, ৫ নং ওয়ার্ডের আহবায়ক আকতার হোসেন, ৬ নং ওয়ার্ডের আহবায়ক মনসুর আলম, ৪ নং ওয়ার্ডের আহবায়ক অবু বক্কর বাবু, ৭ নং পশ্চিম ষোল শহর ওয়ার্ডের আহবায়ক মো. জাবেদ হোসেন, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের আহবায়ক মো. হাসান, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের আহবায়ক ফয়সাল হোসেন মানিক প্রমুখ।
আপনার মতামত লিখুন