ফটিকছড়িতে মসজিদের জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে মসজিদের জমি দখল ও প্রভাবশালীদের মিথ্যা মামলায় ধর্মপ্রাণ সাধারণ মানুষকে হয়রানীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সমিতির হাটের বাগিচা এলাকাবাসী ও ভুক্তভোগীরা। মঙ্গলবার সকাল ১১টায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হামিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকার চিহ্নিত দুষ্কৃতিকারী এরশাদগং কর্তৃক সমিতিরহাটের বাগিছা মসজিদে বহিরাগত সন্ত্রাসী মাস্তান এনে মসজিদের গাছ কর্তন করে, মক্তব ও টয়লেট ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে মসজিদের ভুমিদাতা এজাহার মিয়া বাদী হয়ে ফটিকছড়ি জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত এ বিষয়ে স্থিতবস্থা (স্ট্যাটাসকো) জারি করে এবং
ফটিকছড়ি থানা পুলিশকে শান্তি শৃঙ্খলা রক্ষার আদেশ দেন।
নিরুপায় হয়ে দূর্ত প্রভাবশালী এরশাদ গং চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইবুনালে মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা কামাল আব্বাস তদন্ত করেন। তদন্তকালে কোন সত্যতা না পেলেও তিনি প্রভাবশালী দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা চার্জশীট দাখিল করেন।
এ মিথ্যা মামলার কারণে আমাদের সামাজিক ও আত্ম মর্যাদার হানি ঘটে। এমতাবস্থায় প্রসাশনের নিকট মিথ্যা মামলাটি পূণ: তদন্ত ও সত্য উৎঘটনের জোর দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আলহাজ্ব মোঃ মিয়া, এজাহার মিয়া তালুকদার, নুরুল আজিম খান, মোহাম্মদ সেলিম, আবুল হাশেম, নুরুল আবসার, ওসমান, জাফর, নেজাম উদ্দিন, লোকমান হোসেন, ইউসুফ, হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন