খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ম্যুরালে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ম্যুরালে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় শিশু দিবস উদযাপন করে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (সিপিজেএ)। প্রতিবছরের মতো সিপিজেএ এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করে আসছে।

এ সময় বক্তরা বলেন, জাতির পিতার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। ১৯৭৫ সালের পনেরোই আগস্ট গুলি করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে রক্ত ঝড়িছে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা জানত না বত্রিশ নম্বরের বাড়ির সেই রক্ত থেকে লাখ লাখ বঙ্গবন্ধুর সৈনিক সারা দেশে ছড়িয়ে পড়বে।

সিপিজেএ নেতারা বলেন, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যতদিন থাকবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। বঙ্গবন্ধু দেশের সম্পদ, বাঙালির সম্পদ। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা বঙ্গবন্ধুর কারণেই সম্ভব হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছি এটা বঙ্গবন্ধুর অবদান এটাকে অস্বীকার করা যাবেনা। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নতির শিখরে পৌঁছবে সেই দিন বেশি দূরে নয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ কারণ, সাধারণ সম্পাদক রাজেশ চক্রবতী, প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, সিপিজেএ’র উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাশ দেবু ও মো. ফারুক।

Feb2