রংপুরের বিপক্ষে খুলনার বড় জয়

বিপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ৩ ম্যাচে তিন জয়ের পর টানা দুই ম্যাচ হার খুলনার। ঢাকা পর্বে ফিরে আবার জয়ের ধারায় ফিরল দলটি। রংপুর রেঞ্জার্সকে হারিয়েছে ৫২ রানের ব্যবধান। অন্যদিকে টানা ৪ ম্যাচ হারের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরলেও ধরে রাখতে পারল না রংপুর।
এদিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে খুলনা। দলের হয়ে ইনিংস শুরু করতে আসেন দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ।
ইনিংসের শুরুর দুই বলে টানা দুই চার মেরে ঝড়ো শুরুর আভাস দেন শান্ত। তবে পরের ওভারে প্রথমবারের মত বল করতে এসে পরপর দুই বলে মিরাজ (১২) আর রাইলি রুশোকে (০) ফেরান মুস্তাফিজুর রহমান। এরপর শামসুর রহমানও ১৩ রান করে বিদায় নিলে ৪৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে খুলনা।
সেখান থেকে শান্তকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম, চতুর্থ উইকেটে গড়েন ৩৯ রানের পার্টনারশিপ। যেখানে ২২ বলে শান্তর ব্যাট থেকে আসে ৩০ রান। বলা বাহুল্য, চলতি বিপিএলে বাঁহাতি এ ব্যাটসম্যানের এটাই প্রথমবারের মত দুই অঙ্ক ছোঁয়া রান। এরপর নতুন ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে ইনিংস বড় করার কাজ করেন মুশফিক। এরই এক ফাঁকে তুলে নেন নিজের অর্ধশতক। ৩টা চার ও ২টা ছয়ের সাহায্যে ৪১ বলে ফিফটি পূরণ করেন মুশফিক।
পরে নাজিবউল্লাহর ২৬ বলে ৪১ এবং মুশফিকের ৪৮ বলে ৫৯ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করে খুলনা। রংপুর রেঞ্জার্সের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।
খুলনার দেওয়া ১৮৩ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে নেমে ৫ রান করে আউট হয়ে যান রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। এরপর নিজ ব্যাটে ঝড়ের আভাস দেন নাইম শেখ। তবে স্থায়ী করতে পারেননি বেশিক্ষণ, মোহাম্মদ আমিরের প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৯ বলে ২০ রান করেন তিনি। খানিক বাদে ডেলপোর্ট ৯ ও ফজলে মাহমুদ ৪ রান করে আউট হলে ৭২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে রংপুর।
পরে লুইস গ্রেগরিও ৩৪ রান করে ফিরে গেলে জয়ের আশা ফিকে হয়ে যায় রংপুরের। এরপর শেষদিকের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে মাত্র ১৩০ রানে থামে রংপুরের ইনিংস। ফলে ৫২ রানে জয় পায় খুলনা টাইগার্স। খুলনার হয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন পেসার শহিদুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইগার্স: ১৮২/৭ (২০ ওভার)
মুশফিক ৫৯, নাজিবউল্লাহ ৪১, শান্ত ৩০; মুস্তাফিজ ৩/২৮, গ্রেগরি ২/৩৬।
রংপুর রেঞ্জার্স: ১৩০/৯ (২০ ওভার)
গ্রেগরি ৩৪, মুস্তাফিজ ২১*, নাইম ২০; শহিদুল ৪/২৩ তানভীর ২/২৯, আমির ১/১৫।
ফল: খুলনা ৫২ রানে জয়ী।
আপনার মতামত লিখুন